'চিনের করোনা-ষড়যন্ত্রের অংশ WHO-ও!' ফের বিস্ফোরক সেই চিনা ভাইরোলজিস্ট ইয়ান
একটি সাক্ষাৎকারে ইয়ান জানিয়েছেন, Covid-19 ছড়াচ্ছে, সে বিষয়ে চিনা সরকার যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন এবং এই উচ্চ পর্যায়ের লুকোচুরি খেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জড়িত আছে৷


আবার বিস্ফোরক মন্তব্য চিনের ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের। এর আগে তিনি যা বলেছিলেন, সেটারই পুনরাবৃত্তি করে ইয়ানের দাবি, চিনের ইউহানের গবেষণাগারেই তৈরি করা হয়েছে করনা ভাইরাস৷ শুধু তাই নয়, এই গোটা ষড়যন্ত্রে WHO জড়িত বলেও দাবি ইয়ানের৷ চিন থেকে পালিয়ে ইয়ান প্রকাশ্যে বলেছেন, সার্স-কোভিড-২ জীবাণু ইউহানের ল্যাবেই তৈরি করা হয়েছে, তাঁর কাছে প্রমাণ আছে৷


একটি সাক্ষাৎকারে ইয়ান জানিয়েছেন, Covid-19 ছড়াচ্ছে, সে বিষয়ে চিনা সরকার যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন এবং এই উচ্চ পর্যায়ের লুকোচুরি খেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জড়িত আছে৷ ইয়ানের কথায়, এই যে বলা হচ্ছে জীবাণু প্রাথমিকভাবে ছড়িয়েছে ইউহান মার্কেট থেকে, সেটি আসলে চিনের কমিউনিস্ট পার্টির ইচ্ছাকৃত স্মোকস্ক্রিন, মানে জনতাকে বিভ্রান্ত করার জন্য এক ধোঁয়াশামূলক বিবৃতি।


ইয়ানের দাবি, মুখ খোলার জন্য চিন সরকার সোশ্যাল মিডিয়ায় তাঁকে অপদস্ত করছেন এবং চিনে তাঁর পরিবারকে ভয় দেখানোর জন্য ক্রমাগত সাইবার-আক্রমণ চালানো হচ্ছে। ইয়ানের ট্যুইটার অ্যাকাউন্টটিও বন্ধ করা হয়েছে।


এর আগে ইয়ান জানিয়েছিলেন, হংকংয়ের জনস্বাস্থ্য বিদ্যালয়ে কর্মরত অবস্থায় তাঁর তত্ত্বাবধায়ক তাঁকে প্রথমবার ৩১ ডিসেম্বর এই ভাইরাস নিয়ে তদন্ত করতে বলেন। তবে তাঁর এই প্রচেষ্টা পরে থামিয়ে দেওয়া হয়েছিল।


ইয়ান পরে আরও রিপোর্ট করেন যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। তখন 'সাবধানতা অবলম্বন করতে এবং চুপ করে থাকতে' পরামর্শ দেওয়া হয়। তাঁকে এও বলা হয়েছিল, মুখ খুললে, গবেষকরা সবাই বিপদে পড়বেন এবং পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন৷ দেশ ছেড়ে পালানোর আগেই চিন কর্তৃপক্ষ তাঁকে অপমান করতে শুরু করেন। তাঁরা ইয়ানের দেখা এই সমস্ত তথ্য-প্রমাণ মুছে ফেলেছিলেন এবং তাঁর সম্পর্কে গুজব ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যাতে সর্বত্র তাঁকে অপদস্থ হতে হয়।