

চিন থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে যাওয়া এই মারণ ভাইরাসে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন , মৃত্যুও হয়েছে কয়েক লক্ষ মানুষের ৷ চিকিৎসক ও বিজ্ঞানীরা প্রতি নিয়ত রিসার্চ করে চলেছেন করোনা নিরাময়ের ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারের জন্য ৷ তবে ভাইরাস মারণের জন্য ডিসইনফেক্টর ছড়ানোর ঘোর বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO৷ Photo- Representive


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এভাবে রাসায়নিক ছড়ানোয় শুধুমাত্র ক্ষতি হচ্ছে ৷ কারণ এই রাসয়নিকগুলির কোনও ক্ষমতা নেই করোনা ভাইরাসকে ধ্বংস করার ৷ উল্টে এর জেরে অন্যরকমের ক্ষতি হচ্ছে জীবকূলের ৷ তাদের মতে এতে সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব পড়ছে ৷


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এভাবে রাসায়নিক ছড়ানোয় শুধুমাত্র ক্ষতি হচ্ছে ৷ কারণ এই রাসয়নিকগুলির কোনও ক্ষমতা নেই করোনা ভাইরাসকে ধ্বংস করার ৷ উল্টে এর জেরে অন্যরকমের ক্ষতি হচ্ছে জীবকূলের ৷ তাদের মতে এতে সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব পড়ছে ৷


এই রাসায়নিক ছড়ানোর ফলে মানুষের শারীরিক অবস্থার অবনতি হতে পারে ৷ WHO জানিয়েছে কোনও ভাবেই মানুষের ওপর রাসায়নিক স্প্রে যেন না করা হয় ৷ ক্লোরিন ও অন্যান্য বিষাক্ত কেমিক্যাল ছড়ানো হলে চোখে চলে যেতে পারে চোখ জ্বালা ,নিঃশ্বাস নেওয়ায় কষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে ৷


তারা জানিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর ভীষণভাবে জোর দিতে হবে৷ আর এই কথা-র সূত্র ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাসায়নিক স্প্রে করা হচ্ছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংগঠন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এই বিষয় স্প্রে করে কোনও লাভ হচ্ছে না ৷ কারণ এতে করোনা ভাইরাসের ওপর এই রাসায়নিক কোনও প্রভাব ফেলে না৷ তাই বাজারে বা লোকালয়ে এই রাসায়নিক স্প্রে করার বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা ৷


এর পাশাপাশি WHO ঘরের মধ্যে রাসায়নিক ছড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যদি রাসায়নিক ঘর পরিষ্কারের জন্য ব্যবহার করতেই হয় তাহলে কাপড়ে সেটা ভিজিয়ে নিয়ে তারপর যেখানে পোঁছার সেই জায়গাটি পুঁছে পরিষ্কার করতে হবে ৷ কারণ করোনা ভাইরাস শুধু মানুষের গায়েই নয় বিভিন্ন সারফেসেও অনেকক্ষণ অবধি বেঁচে থাকতে পারে ৷ আর সেখানে হাত লাগলে ফের নতুন করে মানুষ সংক্রমিত হতে পারে ৷