

*করোনা রোগীকে ভয় নয়, করোনা রোগকে ভয় করুন। এই বার্তা বারবার দেওয়া রাজ্য সরকারের তরফে। করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে কাজ করছে পুলিশ। ফলে ইতিমধ্যেই অনেক পুলিশকর্মী ও আধিকারিক, করোনায় আক্রান্ত হয়েছে। বেশিভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার কাজে যোগ দিয়েছে।


*করোনাকে হারাতে বেছে নেওয়া হয়েছে লকডাউন, সেই লকডাউনকে সফল করতে সামনের সারিতে থেকে লড়ছে পুলিশ। এখন পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫৬ জন, তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৬৫০ জন।


*শনিবার কলকাতা পুলিশের ইএসডি ডিভিশনে কর্মরত যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ফিরে আসার পর ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানান হল। ৬ জন করোনা যোদ্ধাকে দেওয়া হল ব্যাচ। এ দিন থানার ওসি থেকে কনস্টেবল মোট ছ'জনের হাতে করোনা যোদ্ধা ব্যাচ তুলে দেন ইএসডি ডিভিশনের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ। তিনি জানান, করোনাকে হারিয়ে এই ছ'জন কাজে যোগ দিয়েছেন। তাঁদের মনোবল বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ।


*এদিন করোনা পরিস্থিতি নিয়ে নানা কথার মধ্যেই সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশংসা করেন করোনা যোদ্ধারা। করোনা যোদ্ধার স্বীকৃতি পেয়ে বেলেঘাটা থানার ওসি প্রদীপ কুমার ঘোষাল বলেন, এলাকার বহু মানুষকে আরও সচেতন করতে হবে করোনা নিয়ে। করোনার সঙ্গে লড়াই করতে গেলে যথাযথ নিয়ম মানতে হবে।