

শনিবার থেকে রাজ্যে ফের বদলে যাচ্ছে পুরনো নিয়মে ফিরছে ব্যাঙ্ক ৷ এবার থেকে আর প্রতি শনিবারে রাজ্যে বন্ধ থাকবে না ব্যাঙ্ক ৷ রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যাঙ্ক কর্মীদের সুরক্ষার কথা ভেবে গত ২০ জুলাই থেকে শনি-রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার ৷ তবে আনলক ৪ পর্ব শুরু হওয়ার পর এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজ্যের অর্থদফতর তরফ থেকে জানানো হয়েছে, আগের মতোই শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক ৷


এবার রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে ফিরে যাচ্ছে ব্যাঙ্কের ছুটি। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে ব্যাঙ্কের নিজের নিয়মে সপ্তাহান্তে ছুটি অথবা পূর্ণ দিন খোলা থাকবে ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের নিয়মে ছুটি থাকবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার।


রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সময় একের পর এক ব্যাঙ্ককর্মীরা এই রোগে সংক্রামিত হচ্ছিলেন ৷ তাই ব্যাঙ্ককর্মীদের সুরক্ষার কথা ভেবে রাজ্যে শনি ও রবিবার দু’দিন ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ নোটিশ জারি করে বলা হয় রাজ্যে সমস্ত ব্যাংক খোলা থাকবে সপ্তাহে পাঁচ দিন। শনি ও রবি দু’দিন ছুটি থাকবে। এছাড়া ১০ টা থেকে ২ টো পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে পরিষেবা পাবেন গ্রাহকেরা। সপ্তাহে শনি রবি ছুটির নির্দেশিকা বেসরকারি ব্যাঙ্কের উপরও লাগু হয় ৷