

• এই আশঙ্কাটাই গত দু’দিন ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে । সপ্তাহ খানেক আগেই জানা গিয়েছে এই নতুন আরও ভয়ঙ্কর করোনার স্ট্রেনের কথা । সঙ্গে সঙ্গে ব্রিটেনে আসা-যাওয়ার সমস্ত আন্তর্জাতিক বিমান বন্ধ করে দেওয়া হয় । কিন্তু তা সত্ত্বেও আটকানো গেল না দুর্ঘটনা। প্রতীকী চিত্র ।


• বিজয়ওয়াড়ার এক মহিলার শরীরে মিলল ব্রিটেনের সেই নতুন করোনার ভাইরাস । জানা গিয়েছে অ্যাংলো-ইন্ডিয়ান ওই মহিলার নাম মেরি উইনফ্রেড আন । গোদাবরীর রাজামুন্ডরীর এক স্কুলে শিক্ষকতা করেন তিনি । প্রতীকী চিত্র ।


• গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে দিল্লি এসেছিলেন । সঙ্গে সঙ্গেই তাঁর RT-PCR টেস্ট হয় । দেখা যায় তিনি করোনার নতুন স্টেনে আক্রান্ত । তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে । প্রতীকী চিত্র ।


• পূর্ব গোদাবরী জেলার প্রসাশন’কে সতর্ক থাকতে বলা হয়েছে । সমস্তরকম বিধিপূর্বক সুরক্ষা অবলম্বন করতে বলা হয়েছে । প্রতীকী চিত্র ।