করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ প্রচণ্ড গতিতে বেড়েছে৷ যা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সব মহলে৷ এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কাজের জায়গায় (Work Place) ভ্যাকসিন সেন্টার করে ভ্যাকসিন (Vaccination) দেওয়ার কাজ শুরুর কথা বলা হচ্ছে৷ এই মারণ রোগকে আটকাতে ভ্যাকসিনেশনের গতি আরও বাড়াতে হবে৷ যে সব অফিসে ১০০ -র বেশি কর্মচারী আছে সেখানেই ভ্যাকসিন সেন্টার করা যেতে পারে৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় ১১ এপ্রিল থেকে এই সুবিধা চালু হবে৷ Photo- Representative Image
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ এপ্রিল থেকে ৪৫ বছর বয়সী সমস্ত মানুষদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে৷ সারা দেশে ৪৫- ৫৯ বছর অবধি বয়সের লোক বিশাল সংখ্যায় সংগঠিত ক্ষেত্রে কাজ করে৷ এরা সরকারি ও বেসরকারি দফতরে বিভিন্ন কাজে থাকে৷ এই সব ক্ষেত্রে যে অফিসে ১০০ বা তার চেয়ে বেশি কর্মী আছে সেই অফিসেই ভ্যাকসিনেশন ক্যাম্প চালু করা যেতে পারে৷ এতে প্রচুর মানুষকে আর ভ্যাকসিনেশন সেন্টার অবধি যেতে হবে না৷