

১ কোটি ৬০ লক্ষ করোনা ভাইরাস সংক্রমিত আমেরিকায়৷ মৃতের সংখ্যা ৩ লক্ষ৷ আমেরিকায় ইতিমধ্যেই ভ্যাকসিন রোল আউট হয়ে যাওয়ার পরেও দেশের সংক্রমণের এই ছবিটা সকলকেই ভয় পাইয়ে দিচ্ছে৷ শুক্রবারই U.S. Food and Drug Administration - নিজেদের প্রথম ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে৷ দ্রুত এই ভ্যাকসিনকে মাস স্কেলে দিয়ে আমেরিকাকে স্বাভাবিক করতে চাইছে প্রশাসন৷ কারণ মারণ এই সংক্রমণের জেরে মার্কিন অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে৷ পাশাপাশি দৈনিক স্বাভাবিক জীবনও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত৷ Photo-File


শুক্রবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্যুইট বার্তায় লিখেছিলেন , "FDA APPROVES PFIZER VACCINE FOR EMERGENCY USE!!!" অর্থাৎ এফডিএ ফাইজারের ভ্যাকসিনকে এমার্জেন্সি ভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিপুল আকারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ২৪ ঘণ্টার মধ্যে৷ Photo-File


কিন্তু এরপর মার্কিন আর্মি জেনারেল গুস্তাভে পেরনা জানান ভ্যাকসিনের প্রথম শিপমেন্ট রবিবার শুরু হবে এবং সোমবারের মধ্যে সারা দেশের ১৪৫ টি স্থানে তা পৌঁছে যাবে৷ মার্কিন যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে মোট ৬৩৬ জায়গায় এই ভ্যাকসিন ডেলিভারি করতে হবে৷ যা মঙ্গল থেকে বুধবারের মধ্যে সারা হবে৷ তিনি জানিয়েছেন ফাইজার প্রতি সপ্তাহে আরও বেশি করে ভ্যাকসিনের জোড তৈরি করবে এবং তা বিতরণ করবে৷ Photo-File


প্রথম এই ভ্যাকসিন পেতে চলেছেন দীর্ঘ সময় ধরে যাঁরা করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর এবং স্বাস্থ্যকর্মীরা৷ Photo-File


আশা করা হচ্ছে মারণ করোনা ভাইরাস যেভাবে আমেরিকায় মৃত্যু লীলা চালাচ্ছে গণভাবে ভ্যাকসিনেশন দেওয়া হলে তা আটকাতে সাহায্য করবে৷ সারা পৃথিবীর নিরিখে আমেরিকায় করোনা ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি৷ অন্যদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নজিরবিহীণ৷ গত সাতদিনের গড়ের নিরিখে শুক্রবার সারা দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি৷ একদিনে সংক্রমিত হয়েছেন ২লক্ষ ৩২ হাজার ৭০০ জন ৷ Photo-File