1/ 5


শুধু দেশ নয় বিদেশেও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এখনও সঠিক কোনও ভ্যাকসিন আবিষ্কার করা যায়নি। চিন্তায় রয়েছে গোটা পৃথিবী। এর মধ্যেই আমেরিকা এক চাঞ্চল্যকর গবেষণা সামনে নিয়ে এল। photo source collected
2/ 5


আমেরিকার University of Connecticut School of Medicine তাঁদের নতুন গবেষণায় দাবি করেছে মাত্র ১৫ সেকেন্ডে মারা সম্ভব করোনাকে। photo source collected
3/ 5


তাঁরা একটি পরীক্ষা চালায়। আয়োডিন প্রয়োগ করা হয় করোনা ভাইরাসের ওপর। আর তাতেই দেখা যায় মাত্র ১৫ সেকেন্ডে ধ্বংস হয় ভাইরাস। যদিও এই রকম দাবি তাঁরা আগেও করেছিল। যা World Health Organization গ্রাহ্য করেনি। photo source collected