সরকারি নির্দেশকে অমান্য করে বিয়ে করতে বেরিয়েছেন নতুন বর, বউ ও আত্মীয়দের সারা রাত থানায় কাটিয়েছেন ৷
2/ 6
করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব কাঁপছে ৷ গোটা দেশ এই মুহূর্তে গৃহবন্দি রয়েছে ৷ প্রত্যেকের একমাত্র কাজ এখন শুধু ঘরে থাকা ৷ এরই মাঝে অন্য রকমের ছবি প্রকাশ্যে এসেছে দেখতে পাওয়া গিয়েছে
3/ 6
রাতভর থানায় কাটানোর পরে সকালে জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা ৷ যেহেতু গাড়ি আটক করেছে পুলিশ ৷ তাই সকালে বউকে না নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরে গিয়েছে ৷
4/ 6
রজা মসজিদের কাছে ফাহিয়েমের বরযাত্রা রাতের অন্ধকারে বিয়ে করতে ইসলাম বাজারের পাশ দিয়ে গিয়েছেন ৷ তাঁরা যেই এলাকা দিয়ে গিয়েছিলেন সেই এলাকায় আটজনকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে ৷
5/ 6
ঘটনাটি ঘটতে দেখে পুলিশ গাড়ি আটকে দিয়েছে ৷ এরপরে বরপক্ষের ৪ জন ও কনেপক্ষের ৮ জন গাড়ির চালক সহ থানায় গিয়ে যাওয়া হয়েছে ৷
6/ 6
গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷