•২০২০-র সব থেকে দামী এবং প্রত্যাশিত বস্তু হল করোনা ভ্যাকসিন৷ বিশ্বজুড়ে প্রতিটি মানুষ এখন এই ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে৷ কারণ ভ্যাকসিন ছাড়া করোনা থেকে কোনও মুক্তি নেই৷ এমনই মত বিশেষজ্ঞদের৷ ফলে সেই ভ্যাকসিনেই মুক্তির পথ খুঁজছেন বিশ্ববাসী৷ এরই সঙ্গে বিভিন্ন ভ্যাকসিনের কার্যকর হওয়ার খবরও আশা জোগাচ্ছে৷
•কেমন এই ভ্যাকসিন ট্যুরিজিম? সোমবারই এডাউইস মিউচুয়াল ফান্ডের সিইও(Edelweiss Mutual Funds CEO)রাধিকা গুপ্ত নিজের ট্যুইটের একটি হোয়াটস অ্যাপের স্ক্রিন শট শেয়ার করেছে৷ যেই মেসেজটি খুব ভাইরাল হয়েছে৷ মেসেজটি সম্ভবত কোনও এক পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থার৷ যাতে লেখা রয়েছে, ফাইজারের ভ্যাকসিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ৷ মুম্বই থেকে নিউ ইয়র্ক, তিন দিন এবং চার রাতের ঘুরতে যাওয়ার বিশেষ প্যাকেজের খরচ পড়বে ১লক্ষ ৭৪ হাজার ৯৯৯টাকা!