স্যোয়াব টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট দিয়েই করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা বোঝা যায়৷ কিন্তু জার্মানির পশুবিশেষজ্ঞ সংস্থার দাবি আরও এক অন্য উপায়ে করোনা সংক্রমণ বোঝা যাচ্ছে৷ করোনা পরীক্ষার জন্য তাঁরা ট্রেনিং প্রাপ্ত কুকুরদের ব্যবহার করছে!ব্লুমবার্গে প্রকাশিত খবর অনুযায়ী আর্মড ফোর্সের ৮ টি কুকুর করোনা ভাইরাস সংক্রমিতদের চিনতে পারছে৷ The University of Veterinary Medicine Hannover-র রিসার্চ অনুযায়ী তাদের সামনে ১০০০ জনকে হাজির করা হয়েছিল৷ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুররা ৯৪ শতাংশ করোনা রোগীকে সঠিকভাবে চিহ্নিত করেছে৷ Photo- File