*করোনা মুক্ত (Covid Negative) হয়ে বাড়ি ফিরলেন তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।(Madan Mitra) আজ শেষ দফা ভোটের দিন সুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।
2/ 5
*গত ২১ এপ্রিল শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমে এসএসকেএম হাসপাতালে এবং পরে রিপোর্ট পজেটিভ এলে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মদনের শারীরিক অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুগামীরা।
3/ 5
*তবে একটু সুস্থ হতেই সকলের উদ্দেশ্যে বার্তা দেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। তারপরে খানিকটা নিশ্চিন্ত হন সকলে।
4/ 5
*মদন মিত্রের প্রথমাবস্থায় শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। যেদিন হাসপাতালে ভর্তি হন সেদিন শরীরে ব্যাপক অক্সিজেনের (Oxygen) ঘাটতি হচ্ছিল কামারহাটির তৃণমূল প্রার্থীর (Kamarhati TMC Candidate)। পাশাপাশি, নিউমোনিয়া ছিল তাঁর।
5/ 5
*তবে সেদিন প্রথম নয়। উল্লেখ্য, পঞ্চম দফায় (West Bengal Election 2021 Phase 5) কামারহাটিতে ভোটের (Kamarhati Constituency) দিন বিকেলের পরে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র।
*করোনা মুক্ত (Covid Negative) হয়ে বাড়ি ফিরলেন তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।(Madan Mitra) আজ শেষ দফা ভোটের দিন সুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।
*গত ২১ এপ্রিল শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমে এসএসকেএম হাসপাতালে এবং পরে রিপোর্ট পজেটিভ এলে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মদনের শারীরিক অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুগামীরা।
*মদন মিত্রের প্রথমাবস্থায় শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। যেদিন হাসপাতালে ভর্তি হন সেদিন শরীরে ব্যাপক অক্সিজেনের (Oxygen) ঘাটতি হচ্ছিল কামারহাটির তৃণমূল প্রার্থীর (Kamarhati TMC Candidate)। পাশাপাশি, নিউমোনিয়া ছিল তাঁর।