• এ বার কী বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকতে হবে? বারংবার এমন আশঙ্কার কথাই উঠে আসছিল গত কয়েকদিন ধরে । কারণ গবেষকরা সন্দেহপ্রকাশ করেছিলেন করোনার নতুন স্ট্রেনটি সম্ভবত বায়ুবাহিত । যদিও এ বিষয়ে তাঁরা ১০০ শতাংশ নিশ্চিত হতে পারেননি, তবে এ টুকু জানা গিয়েছে শুধুমাত্র ড্রপলেটের মাধ্যমে নয়, বায়ুর সঙ্গেও করোনার ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, বাড়ছে সংক্রমণ ।
• Union Joint Secretary (Health) লভ আগরওয়াল জানালেন, মাস্ক পরার কার্যকরিতা সম্বন্ধে । একজন সুস্থ ব্যক্তি মাস্ক না পরে থাকলে এবং সামাজিক দূরত্ব না মানলে তাঁর সংক্রমণের সম্ভাবনা থাকে ৯০ শতাংশ । অথচ তিনিই যখন কোভিড প্রটোকল মেনে চলেন, সেই সম্ভাবনা কমে দাঁড়ায় ৩০ শতাংশে । একজন করোনা রোগী ৩০ দিনে ৪০৬ জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারেন, যদি তিনি স্বাস্থ্যবিধি মেনে না চলেন । অন্যদিকে সমস্ত নিয়ম মেনে চললেন তিনি ২.৫ জন ব্যক্তিকে সংক্রমিত করার ক্ষমতা রাখেন ৩০ দিনে ।