COVID19| করোনায় মৃত্যু মিছিল! অ্যামাজনের জঙ্গলে এই প্রাচীন উপজাতিটিই বিলুপ্তির পথে
এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রথম যখন তাঁদের এক প্রবীণ নেতার মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে তখনও তারা ইকুয়েডর সরকারের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চায়৷ সরকার কোনও সাড়া দেয়নি৷


করোনা ভাইরাসের অতিমারি চলছে দক্ষিণ আমেরিকার দেশগুলিতেও৷ মৃত্যু বাড়ছে লাফিয়ে৷ করোনা রুখতে প্রশাসন একাধিক ব্যবস্থা, লকডাউন করলেও, অতিমারি থামানো যাচ্ছে না৷


করোনা ভাইরাসের জেরে বিলুপ্তি হওয়ার পথে একটা গোটা উপজাতি৷ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি৷ ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে সে দেশে৷


করোনার জেরে ইকুয়েডর-পেরু সীমান্তের কাছে সেইকোপাই নামে একটি প্রাচীন উপজাতি বিলুপ্তির পথে৷ বর্তমানে এই উপজাতির সংখ্যা ৭৪৪৷ তার মধ্যে ১৫ জনের করোনা ধরা পড়েছে৷ উপজাতিটির দুই প্রবীণ নেতা মারা গিয়েছেন করোনায়৷


এই উপজাতির সভাপতি জাস্টিনো পিয়াগুয়াজের অভিযোগ, তাঁরা স্থানীয় শহরে প্রশাসনকে জানিয়েছিলেন এপ্রিলের মাঝামাঝি সময়ে৷ কিন্তু প্রশাসন তাঁদের কথায় কান দেয়নি৷ কয়েকজন ডাক্তার বলেছিলেন, এমনি সিজনাল ফ্লু৷ করোনা নয়৷


এরপর এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রথম যখন তাঁদের এক প্রবীণ নেতার মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে তখনও তারা ইকুয়েডর সরকারের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চায়৷ সরকার কোনও সাড়া দেয়নি৷


জাস্টিনোর কথায়, 'আমাদের এই উপজাতির আর মেরেকেটে ৭০০ জন রয়েছে৷ এর আগেও আমাদের এই ধরনের বিপদের মুখে পড়তে হয়েছে৷ আমরা চাইছি না ইতিহাসের পুনরাবৃত্তি হোক৷'