

*ফের অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হতে চলেছে তারাপীঠে মা তারার মন্দির। ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মা তারার মন্দিরে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবেন না। ফাইল ছবি।


*বীরভূম জেলায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সতর্কতামূলক আগাম ব্যবস্থা হিসেবে ফের বন্ধ হতে চলেছে তারাপীঠের মা তারার মন্দির। ফাইল ছবি।


*বৃহস্পতিবার মা তারা সেবাইত সংঘের বৈঠকে ভক্তদের জন্য মন্দির বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ফাইল ছবি।


*লকডাউন উঠে যাওয়ার প্রায় তিন মাস পর তারাপিঠের মা তারার মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। স্যানিটাইজার টানেল বসিয়ে ও নিদিষ্ট স্বাস্থ্যবিধি মেনে পূণ্যার্থীদের মা তারার মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। ফাইল ছবি।


*কিন্তু এক মাস পর অনির্দিষ্ট সময়ের জন্য মা তারার মন্দির ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী ১লা আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফাইল ছবি।


*বীরভূম জেলায় দিনের পর দিন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি।


*সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বৈঠক করে কবে পুণ্যার্থীদের জন্য মাতারা র দরজা কবে খুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। ফাইল ছবি।