*ফের আক্রান্তের গ্রাফ বাড়ায় গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকায় নতুন করে টানা ৭ দিনের লকডাউনের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই অর্থাৎ রবিবার থেকে পার্বত্য এলাকায় কড়া লকডাউন হবে। আজ জানিয়ে দিয়েছেন জিটিএ'র চেয়ারম্যান অনীত থাপা। অর্থাৎ দার্জিলিং, কার্শিয়ং, মিরিক এবং কালিম্পং মহকুমা এলাকায় পূর্ণ লকডাউন চলবে।
*সুখিয়া, তিনধরিয়া, পোখরিবং, সুকনা, বিজনবাড়িতেও টানা ৭ দিন পূর্ণ লকডাউন হবে। কেননা কালিম্পং জেলাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মূহূর্তে কালিম্পং এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬। করোনা মোকাবিলায় সকাল থেকেই চলছে কড়া লকডাউন। রাস্তাঘাট ধু ধু ফাঁকা। সঙ্গে পাহাড়জুড়েই চলছে বৃষ্টি। স্বাভাবিকভাবেই ঘরবন্দী পাহাড়বাসী।