*রাজ্যজুড়ে কড়া লকডাউনে স্তব্ধ রইল শিলিগুড়ি। শান্ত রইল পাহাড়ও। চারদিক একেবারে নির্জনতায় ভরা। পাখির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায়নি। দার্জিলিংয়ের ম্যাল থেকে মিরিকের লেক। কার্শিয়ং স্টেশন থেকে কালিম্পংয়ের ডম্বর চক। কিংবা শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মহাত্মা গান্ধী মোড়। এক্কেবারে শান্ত, শুনশান।
*এ দিন সকালের দিকে শিলিগুড়ির রাস্তায় অপ্রয়োজনে কিছু মানুষ বের হয়েছিলেন। যুক্তিসঙ্গত উত্তর না পাওয়ায় পুলিশ তাঁদের গ্রেফতার করে। শহর তো বটেই, গ্রামাঞ্চলেও একই ছবি ধরা পড়েছে। ফাঁসিদেওয়া থেকে বাগডোগরা। খড়িবাড়ি থেকে মাটিগাড়া। দোকানপাটের ঝাপ ছিল বন্ধ। শুনশান ছিল বাগডোগরার উড়ালপুল থেকে মহাবীরস্থানের দেশবন্ধু উড়ালপুল। চারপাশ ছিল জনমানব শূণ্য।