

করোনার নতুন জিন ইতিমধ্যেই ঘুম ওড়াচ্ছে বিশ্বের। বুধবার আরও এক নতুন কোভিড প্রজাতির সন্ধান মিলল ব্রিটেনে। এই ভাইরাস ব্রিটেনে এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। বুধবার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানক এই বার্তা দিয়েছেন।


দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, গত সপ্তাহেই কোভিড ভাইরাসের একটি নতুন প্রজাতির সন্ধান পান তারা। এর থেকে সংক্রমণ ছড়াতে পারে আগের চেয়ে কয়েক গুণ বেশি বেগে। ইতিমধ্যেই সেই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তিকে শণাক্ত করা গিয়েছে ব্রিটেনে। তাঁরা সপ্তাহ দুয়েক আগে দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটেনে এসেছিলেন।


করোনার দ্বিতীয় স্ট্রেইনটির কারণে ইতিমধ্যেই আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ব্রিটেন। এর মধ্যেই আরও একটা স্ট্রেইন চিন্তা বাড়চ্ছে সারা বিশ্বের স্বাস্থ্যবিদদের।


এই নতুন ভাইরাস প্রজাতিটির পরিচয় 501Y.V2. অনেকেই মনে করছেন করোনা থেকে আরোগ্য লাভ করা ব্যক্তিবর্গকেও ফের বেগ দিতে পারে এই ভাইরাস। এই পরিস্থিতিতিতে এই ভাইকাস ঠিক কতটা ভয়ের তা বুঝতে দক্ষিণ আফ্রিকার গবেষকরা রাতদিন কাজ করছেন।