

বয়স্ক বাবা- মায়েরা অনেক সময়ই সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ান৷ মা- বাবার প্রতি সন্তানের অমানবিকতার অনেক ছবিই সামনে এসেছে৷ তবে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নিজের ৯০ বছরের করোনা আক্রান্ত মায়ের সঙ্গে তাঁর ছেলে যা করলেন, তা গোটা মানবজাতির লজ্জা৷ (প্রতীকী চিত্র)


অভিযোগ, করোনা সংক্রমণ ধরা পড়ায় নিজের ৯০ বছর বয়সি মাকে জঙ্গলে ফেলে রেখে এসেছেন এক ব্যক্তি৷ এমনই নিন্দনীয় ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাচ্চিঘাঁটি এলাকায়৷ অভিযোগ, বৃদ্ধা মাকে জঙ্গলের মধ্যে একা ফেলে দিয়ে পালিয়ে যায় বৃদ্ধার ছেলে৷ (প্রতীকী চিত্র)


যেহেতু ওই বৃদ্ধা করোনা আক্রান্ত, তাই সংক্রমণের ভয়ে তাঁর সঙ্গে থাকতে রাজি হননি পরিবারের বাকি সদস্যরা৷ সেই কারণেই তাঁকে জঙ্গলে ফেলে রেখে যায় তাঁর নিজের ছেলে৷ (প্রতীকী চিত্র)


স্থানীয় কয়েকজন বাসিন্দাই জঙ্গলের মধ্যে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ জানা গিয়েছে, একটি চাদর ছাড়া বৃদ্ধার কাছে আর কিছুই রেখে যায়নি তাঁর ছেলে৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ (প্রতীকী চিত্র)


হাসপাতালে পরীক্ষা করার পরই জানা যায়, বৃদ্ধা করোনা আক্রান্ত৷ এর পর ওই বৃদ্ধাই পুলিশকে জানান, তাঁর করোনা সংক্রমণ হয়েছে সেকথা পরিবারের বাকিরা জানতে পেরেছিল৷ সেই কারণেই তাঁকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছে ছেলে৷ (প্রতীকী চিত্র)