হোম » ছবি » দেশ » ওরা কাঁদছে, ওদের দেখে কাঁদছি আমরাও...পরিযায়ী শ্রমিকদের হাহাকারের ছবি
ওরা কাঁদছে, ওদের দেখে কাঁদছি আমরাও...পরিযায়ী শ্রমিকদের হাহাকারের ছবি
Bangla Editor
1/ 7
ইনি রাম পুকার পন্ডিত৷ আপাতত পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে বাঁচছেন৷ বাড়ি বিহারে৷ ১ বছরের ছেলের মৃত্যুতেও ফিরতে পারেনি বাড়ি৷ শেষ দেখা হয়নি কোলের শিশুকে৷ সন্তান হারা বাবার অসহায় কান্নার ছবি চোখে জল এনেছে...
2/ 7
মধ্যপ্রদেশ থেকে হেঁটে এসেছে৷ এবার গন্তব্য উত্তরপ্রদেশ৷ খিদেতে জ্বলছে পেট৷ বাসে ওঠার আগে একটা কলার জন্য এভাবে বাড়িয়ে দিলেন হাত৷ এরা সকলেই পরিযায়ী শ্রমিক৷
3/ 7
ছেলের নিশ্চিন্তের ঘুমের জন্য অপেক্ষা করলে দলছুট হবে৷ তাই টেনে চলা স্যুটকেসে এভাবে ঝুলে ঝুলে ঘুমল শিশু৷ ব্যাগ সমেত ছেলেকে টেনে নিয়ে গেলেন মা৷ সেই শ্রমিকের মন খারাপ করা ছবি...
ওরা কাঁদছে, ওদের দেখে কাঁদছি আমরাও...পরিযায়ী শ্রমিকদের হাহাকারের ছবি
ইনি রাম পুকার পন্ডিত৷ আপাতত পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে বাঁচছেন৷ বাড়ি বিহারে৷ ১ বছরের ছেলের মৃত্যুতেও ফিরতে পারেনি বাড়ি৷ শেষ দেখা হয়নি কোলের শিশুকে৷ সন্তান হারা বাবার অসহায় কান্নার ছবি চোখে জল এনেছে...
ওরা কাঁদছে, ওদের দেখে কাঁদছি আমরাও...পরিযায়ী শ্রমিকদের হাহাকারের ছবি
মধ্যপ্রদেশ থেকে হেঁটে এসেছে৷ এবার গন্তব্য উত্তরপ্রদেশ৷ খিদেতে জ্বলছে পেট৷ বাসে ওঠার আগে একটা কলার জন্য এভাবে বাড়িয়ে দিলেন হাত৷ এরা সকলেই পরিযায়ী শ্রমিক৷
ওরা কাঁদছে, ওদের দেখে কাঁদছি আমরাও...পরিযায়ী শ্রমিকদের হাহাকারের ছবি
ছেলের নিশ্চিন্তের ঘুমের জন্য অপেক্ষা করলে দলছুট হবে৷ তাই টেনে চলা স্যুটকেসে এভাবে ঝুলে ঝুলে ঘুমল শিশু৷ ব্যাগ সমেত ছেলেকে টেনে নিয়ে গেলেন মা৷ সেই শ্রমিকের মন খারাপ করা ছবি...