serum Institute of India (SII) শুক্রবার ঘোষণা করেছে, আন্তর্জাতিক স্তরে Gavi and Bill ও Melinda Gates Foundation–এর সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছে তাঁরা। তাঁদের লক্ষ্যই থাকবে, দেশের গরিব মানুষের হাতে সহজে ভ্যাকসিন তুলে দেওয়া। সূত্রের খবর, ভ্যাকসিনের প্রতিটি ডোজের ভারতে দাম হবে ২২৫ টাকা, মানে মার্কিন ডলারের হিসাবে তিন ডলার।
কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ও তৃতীয় দফার হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে ভারতে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বানানো এই প্রতিষেধকের প্রথম দফার হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল আগেই হয়ে গিয়েছিল। সেরাম ইনস্টিটিউটের পরীক্ষার পরের ধাপের আগে দরকার ছিল DCGA-র সম্মতি। এবার DGCA -র সম্মতি মেলায় ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আরও এক ধাপ এগোনো সম্ভব হল৷