

• আর সেই বিষয়ে গবেষণা করতে গিয়েই Frontiers in Public Health নামে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য পত্রিকায় দাবি করা হয়েছে করোনা ভাইরাস হয়ত বারবার ঋতুচক্রের মতোই ফিরে ফিরে আসবে। তবে সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে পৃথিবীর বেশিরভাগ মানুষের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হওয়া দরকার।


• গবেষণাপত্রে বলা হয়েছে, বেশিরভাগ ভাইরাল রেসপেরোটরি রোগ এইরকম ভাবে ফিরে ফিরে আসে। কোনও একটি নির্দিষ্ট ঋতুতে সেই রোগের প্রকোপ দেখা যায়। তাই মনে করা হচ্ছে, পৃথিবীর একটা অংশে শীতকালীন রোগ হিসাবে ও অপর অংশে বর্ষাকালীন রোগ হিসাবে ফিরে ফিরে আসবে করোনা।


• লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অফ বেইরুটের অধ্যাপক হাসান জারাকেত দাবি করেছেন, করোনা ভাইরাস ততদিন পর্যন্ত মানুষের জীবনকে বিপন্ন করবে যতদিন না হার্ড ইমিউনিটি তৈরি হয়। সেই কারণে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কঠোর জীবনযাত্রার মধ্যেই জীবন কাটাতে হবে।


• অন্যদিকে কাতার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, এই হার্ড ইমিউনিটি অর্জন করার আগে করোনা সংক্রমণের একাধিক ঢেউ এসে লাগতে পারে মানব সভ্যতার গায়ে। তবে শীতকালে করোনার প্রকোপ আরও বাড়তে পারে বলেই মনে করছেন তিনিও।