

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে আপাতত খুলছে না স্কুল-কলেজ ৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা পরিস্থিতিতে মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷ Photo- Representative


অগাস্ট মাসের মতো সেপ্টেম্বরেও সাপ্তাহিক লকডাউনের কয়েকটি দিনের কথা এদিনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখ নতুন করে সম্পূর্ণ লকডাউনের দিন হিসেবে ঘোষণা করা হয় ৷ অগাস্ট মাসের লকডাউনের তারিখ বরাবর বদল হলেও লকডাউন বেশ কয়েকদিন পালিত হয়েছে ৷File Image


আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে।


এছাড়া এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয় তবে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। তবে এক সঙ্গে সব নয়, এক-চতুর্থাংশ থেকে ধাপে ধাপে ট্রেন চালাতে যেতে পারে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে রেলের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত ৷ফাইল ছবি


করোনার পরিস্থিতিতে NEET, JEE MAIN, পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এদিন আহ্বান জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, 'চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ করছে কেন্দ্র৷ কিন্তু আদালতের কাছে ফের আবেদন করতে পারে কেন্দ্র৷ পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা ভাবা হোক৷'