

করোনা ভাইরাসের সতর্কতায় সরকারি- বেসরকারি অনেক সংস্থাই তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিচ্ছে৷ আবার পরিবার থেকে যাঁরা দূরে রয়েছেন, তাঁরাও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ এমন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে বেশ কিছু প্ল্যানে সুবিধা দ্বিগুন করে দিল জিও৷ রিলায়েন্স জিও-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, করোনা ভাইরাসের জেরে যেহেতু এখন অনেককেই বাড়ি থেকে কাজ করতে হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হচ্ছে, তাই গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু প্ল্যানে অতিরিক্ত ডেটা এবং জিও-র বাইরে অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য টকটাইম বাড়ানো হচ্ছে৷ PHOTO- FILE


১১ টাকার রিচার্জে এতদিন পাওয়া যেত ৪০০ এমবি ডেটা৷ এখন তা বাড়িয়ে ৮০০ এমবি করা হচ্ছে৷ নন- জিও নেটওয়ার্কে কথা বলার জন্য ৭৫ মিনিট টক টাইম পাওয়া যাবে৷ PHOTO- FILE


২১ টাকার রিচার্জ করলে এতদিন ১ জিবি ডেটা পাওয়া যেত৷ এখন পাওয়া যাবে ২ জিবি ডেটা৷ নন জিও নেটওয়ার্কে কথা বলার জন্য পাওয়া যাবে ২০০ মিনিট৷


৫১ টাকার রিচার্জে পাওয়া যেত ৩ জিবি ডেটা, এখন পাওয়া যাবে ৬ জিবি ডেটা৷ নন জিও নেটওয়ার্কে কথা বলার জন্য পাওয়া যাবে ৫০০ মিনিট টকটাইম৷ PHOTO- FILE