নতুন করে হংকং-এ করোনার থাবা, ভয় নেই ভারতের বলছে ICMR, কারণ...
গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬,৫৫০ জন করোনা মুক্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত দেশে মোট ২৪.০৪ লক্ষ মানুষ সংক্রমণমুক্ত হয়েছেন। মোট ৭,০৪,৩৪৮ জন রোগীর করোনার চিকিৎসা চলছে, শতাংশের হিসেবে তা হল ২২.২৪।


▪️হংকং-এ ফের কোভিড ১৯ সংক্রমণের খবর নিয়ে অতিরিক্ত উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছে ICMR৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের প্রধান ডাঃ বলরাম ভার্গব বলেছেন, হংকংয়ের ক্ষেত্রে বিষয়টি আলাদা এবং পুনরায় ভাইরাসের সংক্রমণের কারণগুলি উপর নির্ভর করছে ভাইরাসের ওপর।


▪️বলরাম ভার্গবের কথায়, "ফের হংকংয়ের করোনা সংক্রমণের খবর জেনেছি। যত দিন যাচ্ছে, ততই এই রোগ সম্পর্কে আমরা আরও সচেতন হচ্ছি৷ এটি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ করে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে অন্যতম। যেভাবে ভাইরাসের মিউটেশন ঘটছে, এটি তার উপরও নির্ভর করতে পারে।" হংকং- ফের করোনার সংক্রমণ নিয়ে তিনি বলছেন , পুনরায় সংক্রমণের ভাইরাল সংক্রমণের বিরল ঘটনা৷


▪️এক্ষেত্রে তিনি হামের উদাহরণ দিয়েছেন৷ সাধারণত একবার এই রোগে আক্রান্ত হয়ে গেলে শরীরে তার প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে আজীবন। খুব কম ক্ষেত্রেই আবার পুনরায় কারও হাম হয়।


▪️অন্য দিকে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে তিনি মানুষের সচেতনাতার অভাবকে অনেক ক্ষেত্রে দায়ী করেছেন৷ তাঁর মতে, বহু সময় মানুষ মাস্ক পরছেন না৷ দূরত্ব বজায় রাখছেন না৷ এমন দায়িত্বহীনতার জন্য বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, মত ভার্গবের৷


▪️দেশে করোনা পরীক্ষার হার বাড়ছে৷ ২১ অগাস্ট শেষ পর্যন্ত একদিনে ১০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান আইসিএমআরের প্রধান।