

করোনার বিরুদ্ধে লড়াইতে বড় সাফল্য পেল ভারত৷ এই প্রথম সুস্থতার হার ছুঁল ৯০ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,১২৯৷ অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৬২,০৭৭ জন৷ মৃতের সংখ্যা ৫৭৮৷ Representational Image


দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ তবে তাঁর মধ্যে মাত্র ৮.৫০ শতাংশ অ্যাক্টিভ কেস রয়েছে৷ এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬,৬৮,১৫৪ জন৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও দাবি করা হয়েছে, টানা তিন দিন দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষের নীচে রয়েছে৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর ৭৯ শতাংশই ছড়িয়ে রয়েছে দশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ক্রমেই কমছে৷ গত এক সপ্তাহ ধরে দৈনিক মৃতের সংখ্যা ১০০০-এর নীচে রয়েছে৷ অন্যদিকে ২ অক্টোবর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা ১১০০-র নীচে নেমেছে৷


কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নতুন যে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন, তাঁদের মধ্যে ৭৫ শতাংশই দশটি রাজ্যে ছড়িয়ে রয়েছেন৷ সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, অসম, উত্তরপ্রদেশ এবং ছত্তীসগড়৷