

একদিনের রেকর্ড করোনা সংক্রমণ মালদহে। গত ২৪ ঘন্টায় মালদহের নতুন করে করোনা আক্রান্ত ৯৭। এর আগে একসঙ্গে এত সংক্রমণ হয়নি মালদহে। জেলায় সব মিলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২১। (তথ্য- সেবক দেবশর্মা)


উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ মালদহে।গত প্রায় এক সপ্তাহ ধরে মালদহে করোনা আক্রান্তের গ্রাফ কিছুটা কমে। গত কয়েক দিনে গড়ে ৩০ জনের আশেপাশে আক্রান্ত হচ্ছিলেন করোনাতে। কিন্তু প্রশ্ন ছিল মালদহে লালা রসের নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়াতেই পজেটিভ সংখ্যা কমে ছিল। কার্যত এই সত্যই প্রকাশ্যে এল বৃহস্পতিবার। (তথ্য- সেবক দেবশর্মা) Photo- File


নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই মালদহে একলাফে পজেটিভ ৯৭ জন।গত ২৪ ঘণ্টায় মালদহে নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ওল্ড মালদা পুরসভা এলাকার সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্তের সংখ্যা ২০। পুরাতন মালদহের গ্রামীণ এলাকায় আক্রান্তের সংখ্যা আরও পাঁচ। (তথ্য- সেবক দেবশর্মা)


অন্যদিকে, ইংরেজবাজার পুর এলাকায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১২ জন। এর পাশাপাশি কালিয়াচকের ১৩ জন, রতুয়ায় ২১ জন, মানিকচকে-১৪ জন আক্রান্ত হয়েছেন। জেলার অন্যান্য ব্লকে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা কিছুটা কম। মালদহে সে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চিকিৎসক, শিক্ষক থেকে নানা পেশার মানুষ জন রয়েছেন। (তথ্য- সেবক দেবশর্মা)


এদিকে মালদহে করোনা সন্দেহে বামনগোলার এক রোগীকে ভর্তি না করে বাড়ি ফিরে দেওয়ার অভিযোগ উঠেছে মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে। অসুস্থ ওই ব্যক্তির দাদা দিন কয়েক আগে করোনাই মারা যান। এরপর শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁকে বামনগোলা হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। কিন্তু, অ্যাম্বুলেন্সে চেপে এসে মালদহ মেডিকেল কলেজের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ওই রোগী ভর্তি হতে পারেনি বলে অভিযোগ। শেষে পরিবারের লোকজন তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। (তথ্য- সেবক দেবশর্মা)