1/ 5


•ইংল্যান্ডের রানি এলিজাবেথের বয়স ৯৪, তাঁর স্বামী প্রিন্স ফিলিপের বয়স ৯৯। শনিবার দু’জনে একসঙ্গে নিলেন করোনা ভ্যাকসিন।
2/ 5


•বাকিংহাম প্যালেসের থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, তিনি যে টিকা নিয়েছেন সে বিষয়টি জানিয়ে দেওয়া হোক। অযথা এই নিয়ে জল্পনা চাননি তিনি। কারণ রাজপরিবারের অনেক খবর, বিশেষ করে শারীরিক সমস্যা বা চিকিৎসার বিষয়গুলিতে অধিকাংশ সময় গোপনীয়তার বজায় রাখা হয়। তবে এবার তেমন না করে, সরাসরি জানানো হল যে, রানি ও তাঁর স্বামী করোনার ভ্যাকসিন নিয়েছেন।
3/ 5


•সূত্রের খবর, শনিবার স্বামী-স্ত্রীর এই টিকাকরণের পর্ব পর্যবেক্ষণে ছিলেন তাঁদের পারিবারিক চিকিৎসক। উন্ডসর দূর্গে (Windsor Castle) রয়েছেন রানি।
4/ 5


•ইংল্যান্ডে ১৫ লক্ষ মানুষ পেয়েছেন করোনার টিকা। আপাতত প্রথম দফার টিকা পেয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন রানি ও তাঁর স্বামী।