*লকডাউনের জেরে বন্ধ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান । কেদারনাথ যথাসময়ে খুললেও বদ্রীনাথ মন্দির খোলা হয়েছে নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দু'সপ্তাহ পরে । বন্ধ কৈলাস মানসরোবর যাত্রা । করোনা পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব ও জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র । তবে রথযাত্রা অনুষ্ঠিত হবে প্রচলিত রীতি মেনে । সংগৃহীত ছবি ।