এক নজরে দেখে নেওয়া যাক পিএনবি অ্যাপে কীভাবে রেজিস্টার করা যায় ৷ PNB-এর পক্ষ থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে PNB One-এর মাধ্যমে স্ক্যান অ্যান্ড পে, রিচার্জ, চেক অ্যাকাউন্ট ডিটেলস, UPI সার্ভিস, মানি ট্রান্সফার মানি, পে টু কনট্যাকটস ইত্যাদি বহু অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
PNB One এই অ্যাপের বিশেষত্ব হল, এই অ্যাপের মাধমে টিডিএস, ফর্ম ১৬ জেনারেট করা যেতে পারে, ডুপ্লিকেট চালান প্রস্তুত করা যেতে পারে, PNB One অ্যাপ লগ আউটের সময়ে ফিডব্যাক বা মতামতের অপশন থাকে, গ্রাহকেরা ডেবিট কার্ডের পিন সেট বা রিসেট করতে পারবেন, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টও অত্যন্ত সহজেই সংযুক্ত করতে পারেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
সর্বপ্রথম New User-এ ক্লিক করতে হবে, প্রথম অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর এন্টার করতে হবে, এরপরেই রেজিস্টার্ড মোবাইল ফোনে ওটিপি যাবে, ওটিপি এন্টার করে প্রসেসেডে ক্লিক করতে হবে, অ্যাকাউন্টের সঙ্গে সংয়ুক্ত আধার ও প্যান নম্বর এন্টার করতে হবে, এরপরে লগইন আইডি ও পাসওয়ার্ড সেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷