কমছে করোনা রোগীর সংখ্যা, সবার কাছে দ্রুত ভ্যাকসিন পৌঁছতে নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈঠকে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যেভাবে নির্বাচনের সময় সরকারের সমস্ত স্তর এবং সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হয়, ঠিক একই ভাবে ভ্যাকসিন হাতে এলে তা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে৷


গত তিন সপ্তাহ ধরেই দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে৷ একই সঙ্গে কমছে করোনা সংক্রমণের হার এবং মৃতের সংখ্যাও৷ শনিবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷Photo-file


করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং প্রতিষেধক তৈরি হয়ে গেলে কীভাবে সরবরাহ, টিকা দেওয়ার ব্যবস্থার উপরে নজরদারি চালানো হবে, সেই সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী৷প্রতীকী চিত্র ।


বৈঠকে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যেভাবে নির্বাচনের সময় সরকারের সমস্ত স্তর এবং সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হয়, ঠিক একই ভাবে ভ্যাকসিন হাতে এলে তা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ সাধারণ মানুষ যাতে দ্রুত ভ্যাকসিন হাতে পান, সেই বিষয়টির উপরেই সবথেকে বেশি জোর দেন প্রধানমন্ত্রী৷Photo-file


বৈঠকের শেষে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতে তিনটি ভ্যাকসিন 'অ্যাডভানসড স্টেজ'-এ রয়েছে৷ তার মধ্যে দু'টি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে এবং একটি তৃতীয় পর্যায়ে রয়েছে৷ ভারতীয় বিজ্ঞানী এবং গবেষকদের দল ভুটান, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান, মরিশাস, শ্রীলঙ্কার মতো দেশে গবেষণা পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সহায়তা করছেন৷' বাংলাদেশ, মায়ানমার, কাতার এবং ভুটান তাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷ প্রতীকী চিত্র ।


শুধু প্রতিবেশী দেশগুলিই নয়, বরং গোটা বিশ্বেই ভ্যাকসিন, ওষুধ এবং তা সরবরাহের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ব্যবস্থা দিয়ে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী এ দিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়েছে৷ এ দিনের বৈঠকে করোনার টিকাদানের জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ কমিটিও ভ্যাকসিনের উৎপাদন, মজুত করা এবং সরবরাহের নীল নকশা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে৷ Photo-file


ভ্যাকসিন মজুত করা থেকে শুরু করে তার সরবরাহ, নজরদারি যাতে মসৃণ ভাবে এবং ত্রুটিহীন ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ ভ্যাকসিন মজুত এবং সরবরাহ করার জন্য, উন্নত পরিকল্পনা এবং প্রস্তুতির উপরেও জোর দেন তিনি৷ ভ্যাকসিন দেওয়ার জন্য সিরিঞ্জ সহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জামও তৈরি রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷প্রতীকী চিত্র ।