

ভারত সহ নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলির জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের অতিরিক্ত দশ কোটি ডোজ উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট৷ এ দিনই সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ সিরাম ইনস্টিটিউটের সঙ্গে Gavi এবং The Bill and Melinda Gates Foundation যে জোট হয়েছে, তার সৌজন্যেই এই অতিরিক্ত ভ্যাকসিন উৎপাদন করা হবে৷প্রতীকী ছবি


শুধু তাই নয়, এই দেশগুলিতে ভ্যাকসিনের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে৷ জানা গিয়েছে, ভ্যাকসিনের সর্বোচ্চ মূল্য হতে পারে তিন মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াতে পারে ২২১.৪৩ টাকা৷প্রতীকী ছবিCEPI, Gates Foundation এবং সিরাম ইনস্টিটিউট বেশি সংখ্যক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে যে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, তার ফলেই ভ্যাকসিনের দাম সাধারণের নাগালের মধ্যে রাখা সম্ভব হচ্ছে৷প্রতীকী ছবি


সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, ২০২১ সালের মধ্যেই অতিরিক্ত এই দশ কোটি ভ্যাকসিন ভারত সহ আরও বেশ কিছু নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলিতে সরবরাহ করা হবে৷ যদিও ভ্যাকসিনের মান নিয়ে কোনও সমঝোতা করা হবে না৷প্রতীকী ছবি