

বিধাননগরের দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং আমডাঙা গ্রামীণ হাসপাতাল- রাজ্যের এই তিন কেন্দ্রে করোনার টিকাকরণের মহড়া চূড়ান্ত৷ (Info & Photo-Avijit Chanda)


প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই মহড়া টিকাকরণের প্রতিটি ধাপ সম্পূর্ণ করা হবে৷ ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে ডামি ভ্যাকসিন পৌঁছে গিয়েছে৷ (Info & Photo-Ziaul Alam)


মহড়া টিকাকরণে যে পঁচিশ জনের শরীরে টিকাকরণ করা হবে, তাঁরাও সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন৷ প্রত্যেকটি কেন্দ্রে থাকছে তিনটি করে ঘর৷ ওয়েটিং রুম, ভ্যাকসিনেশন রুম এবং অবজারভেশন রুম৷ (Info & Photo-Avijit Chanda)


প্রথমে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছনোর পর স্বেচ্ছাসেবকদের শরীরে তাপমাত্রা পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করা হবে৷ তার পর তাঁরা ওয়েটিং রুেম অপেক্ষা করবেন৷ এর পর নির্দিষ্ট পদ্ধতি মেনে তাঁদের শরীরে প্রয়োগ করা হবে ডামি ভ্যাকসিন৷ (Info & Photo-Avijit Chanda)


ডামি ভ্যাকসিন প্রয়োগ করার পর অন্তত তিরিশ মিনিট প্রত্যেক স্বেচ্ছাসেবককে অবজারভেশন রুমে রাখা হবে৷ তাঁদের শরীরে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না দেখা হবে৷ কোনও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে৷ তার জন্য প্রয়োজনীয় সব ওষুধও তৈরি রাখা হয়েছে৷ (Info & Photo-Avijit Chanda)


মহড়া টিকাকরণের প্রতিটি পর্যায় কেন্দ্রীয় সরকারের অ্যাপ কো উইন-এ আপলোড করতে হবে৷ করোনার টিকাকরণের জন্য যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁরাই এই মহড়া টিকাকরণ পরিচালনা করবেন৷ (Info & Photo-Ziaul Alam)