ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি টিকাকে অনুমোদন দিয়েছে ব্রিটেন ৷ কিন্তু এই সংস্থার তৈরি করোনা টিকার ভারতে অনুমোদন পাওয়া নিয়ে তৈরি হল বড়সড় জট ৷ ভারতে এই টিকার আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল ফাইজার ৷ কিন্তু এই সংস্থার রাখা একটি শর্তে অখুশী কেন্দ্র ৷ জানা গিয়েছে, এই শর্ত প্রত্যাহার না করা হলে এদেশে ফাইজারের তৈরি টিকার প্রয়োগের অনুমোদন পাওয়া কঠিন ৷
কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে যখন গোটা বিশ্ব নাজেহাল, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফাইজার স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। ফাইজার এবং বায়োএনটেক-এর যৌথ প্রয়াসে তৈরি এই ভ্যাকসিনকে প্রথম ছাড়পত্র দিয়েছে ব্রিটেন সরকার। এবার ফাইজার ইন্ডিয়া, জরুরি পরিস্থিতিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে ভারতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চায়। কিন্তু ছাড়পত্রে রাখা শর্ত নিয়েই সমস্যার সূত্রপাত ৷
সূত্রের খবর, ফাইজার ইন্ডিয়া ছাড়পত্রের আবেদনে যে শর্ত রেখেছে, তা হল, এই ভ্যাকসিন প্রয়োগের ফলে কারোর শরীরে যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় বা যদি কোনও ক্ষতি হয়, সেক্ষেত্রে সংস্থার কোনও দায় থাকবে না এবং ক্ষতিপূরণেরও কোনও দায়িত্ব থাকবে না ৷ সংস্থার শর্ত অনুযায়ী এমন পরিস্থিতিতে পীড়িতের ক্ষতিপূরণের দায় নিতে হবে ভারত সরকারকে ৷ ফাইজারের এই শর্তেই নারাজ কেন্দ্র ৷ এই শর্তকে ঘিরেই তৈরি হয়েছে সমস্যা ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে যে, ড্রাগ রেগুলেটরের কাছে একটি আবেদনপত্র দিয়ে এ দেশে ভ্যাকসিন বিক্রির জন্য আমদানি এবং বিতরণের অনুমতি চেয়েছে এই সংস্থা। এছাড়াও, নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রুলস, ২০১৯-এর বিশেষ নিয়ম অনুযায়ী দেশবাসীর ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, “ফাইজার ইন্ডিয়া, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে, যাতে স্পষ্ট কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছে।” File Photo