

ব্রিটেনে (Britain) করোনা ভাইরাসের নতুন স্ট্রেন (Coronavirus new Strain) -র সন্ধান পাওয়ার পর সারা পৃথিবীতে নতুন করে ভয়ের ঢেউ বয়ে গেছে৷ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যে সেই রোগ পাওয়া গেছে৷ ভারতে এবার যেন করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ছড়িয়ে না যায় তার জন্য সরকার ব্রিটেন থেকে আসা যাত্রীদের রোগ পরীক্ষা করছে ও পাশাপাশি তাঁদের পুরো তালিকা বার করে তাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছে৷ Photo-Representative


আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ি ২৫ ডিসেম্বর অবধি ইউরোপ ও মধ্য প্রাচ্যের দেশ থেকে মোট ১৭ টি ফ্লাইট এসেছে৷ এখনও অবধি এই ফ্লাইটগুলিতে ১৪৬৯ জন যাত্রী ভারতে এসেছেন৷ Photo-Representative


এই সব ফ্লাইটে আসা যাত্রীদের ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে৷ ৭৬২ জনকে মুম্বইতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ আর বাকি ৭০০ জনকে দেশের বিভিন্ন রাজ্যে কোয়েরেন্টাইন করা হয়েছে৷ রবিবার অবধি ৪৭ জন যাত্রী করোনা সংক্রমিত (Corona Positive) ছিলেন৷ যারা ব্রিটেন থেকে ফিরেছেন৷ তবে এখনও এটা জানা যায়নি এটা সাধারণ করোনা ছিল না ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন৷ Photo-Representative


করোনার নতুন স্ট্রেনের ভীতি দেখে মহারাষ্ট্র সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ ২৫ নভেম্বরের পর ফিরেছেন এমন যাত্রীদের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে৷ তথ্য অনুযায়ি এখনও অবধি ১১২২ জনের টেস্ট হয়েছে৷ তারমধ্যে ১৬ জন পজিটিভ হয়েছেন৷ তারমধ্যে নাগপুরে ৪, মুম্বইতে ৩, ঠাণের ২ , এছাড়া নন্দেড, আহমেদনগর, ঔরঙ্গাবাদ, রায়গড়ের এক এক জন নাগরিক রয়েছেন৷ Photo-Representative


ইউরোপ, পশ্চিম এশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের এসওপি জারি করেছেন মহারাষ্ট্র সরকার৷ সরকার দ্বারা জারি করা নিয়মাবলী অনুযায়ি বিমানবন্দরে সমস্ত আধিকারিক ও কর্মচারীদের প্রত্যেককে নতুন করোনা ভাইরাসের কেরিয়ার হিসেবে দেখা হচ্ছে৷ এই যাত্রীদের প্রত্যেককে নিজের খরচায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে৷ Photo-Representative