

•বাড়ছে করোনা সংক্রমণ, পুনেতে আংশিক লকডাউনের ঘোষণা করা হল৷ এমনই সূত্রের খবর৷ পুনেতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজও৷ কার্ফু জারি হতে চলেছে রাত ১১ থেকে সকাল ৬ পর্যন্ত৷ হোটেল, রেস্তোরাঁ এবং বারও রাত ১০-র মধ্যে বন্ধ করতে এবং তাতে ৫০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন৷ এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ ১০ থেকে রাত ১১ পর্যন্ত হোম ডেলিভারির সুবিধা মিলবে৷ অন্যদিকে মল, বাজার ও সিনেমা হল রাত ১০-র মধ্যে বন্ধ করতে হবে৷


•নতুন করে ২৮৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন পুনে শহরে৷ এই নিয়ে মোট ৪২৮৩৪৪ জন করোনা আক্রান্ত হলেন পুনেতে৷ নতুন করে আরও ১৫ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার জেরে করোনায় মৃতের সংখ্যা ৯৩৫৬জন৷


•ইতিমধ্যেই নাগপুরে লকডাউনের ঘোষণা হয়েছে৷ গোটা পরিস্থির উপর নজর রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে৷ পরিস্থিতি অনুযায়ী মহারাষ্ট্রে লকডাউনের বিষয় ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি৷


•ফের একবার সবাইকে সচেতন ভাবে করোনা মোকাবিলা করার কথা বলেছেন তিনি৷ মহারাষ্ট্রে যেভাবে ফের করোনার প্রকোপ বাড়ছে, তাতে আবার লকডাউনের ভাবনা চিন্তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷