

• দু’সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের জন্য আপতকালীন অনুমোদন চাওয়া হবে সরকারের থেকে৷ এমন জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও পুনাওয়ালা৷ ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য DCGI-র কাছে তথ্য জমা দিতে চলেছে সিরাম ইনস্টিটিউট৷


• AstraZeneca করোনা ভ্যাকসিনের জন্য জরুরি ভিত্তিতে অনুমোদন চাইছেন আদার পুনাওয়ালা৷ অ্যাস্ট্রাজেঙ্কা ভ্যাকসিনের জন্য কোনও সমস্যা হবে না এবং এর কার্যক্ষমতা নিয়েও কোনও দ্বিধা থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন সিআইঅইয়ের সিইও৷ সম্প্রতি ট্রায়ালের সময়ে ডোস নিয়ে কিছু ভুল-ত্রুটি হয়েছিল, যা দ্রুত ঠিক করা হচ্ছে৷


• পুনাওয়ালা আরও জানিয়েছেন যে, এরপর এই ভ্যাকসিন নাবালকদের ওপর পরীক্ষা করা হবে৷ এভাবেই ভ্যাকসিন পরীক্ষার কাজ হয়৷ প্রথমে বড়দের শরীরে পরীক্ষা এবং তার পর ছোটদের ওপর পরীক্ষা করে দেখে নেওয়া হয়, এটা কতটা সুরক্ষিত৷


• পুণেতে সিরাম ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনাওয়ালা জানান যে, মোদির সঙ্গে সব বিষয় নিয়ে কথা হয়েছে এবং ভারতে করোনার টিকাকরণ নিয়ে সব রকম কথা হয়েছে৷ করোনা ভ্যাকসিন নিয়ে মোদির জ্ঞান অগাধ৷ তাই এই বিষয় নিয়ে তাঁকে খুব বেশি বোঝাতে হয়নি৷ তাঁর অজানা খুব অল্প তথ্যই তুলে ধরা হয়েছে৷


• অক্সফোর্ড এবং অ্যাস্ট্রজেঙ্কা ভ্যাকসিন কোভিশিল্ড আপতকালীন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে৷ আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রচুর পরিমাণ ভ্যাকসিন ডোজ বাজারে চলে আসবে, তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন৷