

এক স্বেচ্ছাসেবীর অসুস্থতার জেরে বন্ধ হয়ে গিয়েছিল ট্রায়াল৷ ভারতেও সিরাম ইনস্টিটিউট ট্রায়াল বন্ধ করে দেয়৷ আজ অর্থাত্ শনিবার অস্ট্রাজেনেকা জানাল, অক্সফোর্ডের করোনা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল তারা ফের শুরু করে দিয়েছে৷ ব্রিটিশ রেগুলেটরের থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে৷ ফলে ট্রায়াল শুরুতে আর বাধা নেই৷


সংস্থা জানিয়েছে, 'অক্সফোর্ড করোনা ভাইরাস ভ্যাকসিন AZD1222-এর ট্রায়াল ফের শুরু হয়েছে ব্রিটেনে৷ মেডিসিন্স হেল্থ রেগুলেটরি অথরিটির ছাড়পত্র মিলেছে৷' গত বুধবার AstraZeneca ঘোষণা করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল তারা বন্ধ করছে৷ কারণ এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন ট্রায়ালের পরে৷


একটি স্বাধীন কমিটি সম্ভাব্য ভ্যাকসিনের নিরাপত্তাজনীত বিষয়ে রিভিউ শুরু করে৷ তারা MHRA-কে রিপোর্ট দিয়েছে৷ যাবতীয় বিষয় খতিয়ে দেখে MHRA ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু করার ছাড়পত্র দিয়েছে৷


বিশ্বের যে ৯টি সম্ভাব্য ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল চলছে, তারই মধ্যে অন্যতম এই অক্সফোর্ডের ভ্যাকসিন৷ বিশ্বজুড়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপরে এই ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে৷


গত বুধবার অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ট্রায়াল হঠাৎই বন্ধ করে দেয় ব্রিটেন। বলা হয়, গ্লোবাল ট্রায়ালই স্থগিত করা হচ্ছে। এমনকী পরের ধাপে শুরু হওয়া আরও বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে চলা ট্রায়ালও বন্ধ হয়।