

•কীভাবে হবে করোনা ভ্যাকসিনের টিকাকরণ? রাজ্যগুলির কাছে টিকাকরণের পরিকল্পনা জানতে চাইল কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক৷ কীভাবেই বা টিকা বন্টনের ব্যবস্থা করা হবে, সেই তথ্যও রাজ্যগুলির কাছে চেয়ে পাঠাল কেন্দ্র৷ কাদের সর্ব প্রথম ভ্যাকসিন প্রয়োজন, ব্লকস্তরে ছোট ছোট দল ভাগ করে সেই কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্র৷


•দেশে করোনার টিকাকারণ যাতে সুস্থভাবে হয়, সেই নিয়ে প্রধানমন্ত্রী মোদির পরামর্শের পরই এভাবে রাজ্যগুলির কাছে হিসেব চাইতে শুরু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷


•এই কাজে বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি স্বেস্থাসেবী সংস্থা সহ স্থানীয় নেতা এবং ধর্মগুরুদেরও একযোগে কাজ করতে অনুরোধ রাখা হয়েছে৷


•একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তৈরি থাকতেও বলা হয়েছে যাতে টিকাকরণের পর কোনও আপতকালীন পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দেওয়া যায়৷


•বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিনের আগে, ছোট এবং বড়দের ফ্লু-এর টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এর ফলে কোনও বাড়তি সমস্যা এড়ানো সম্ভব বলে মত তাঁদের৷


•করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভ্যাকসিন ছাড়া কোনও গতি নেই৷ যারা ঘনঘন শারীরিক সমস্যায় ভুগছেন বা যে কোনও বয়সেই টিকাই এখন একমাত্র বাঁচার পথ৷ বলছেন স্বাস্থ্যকর্তারা৷ বছরের এই সময় বাচ্চা, বড় সকলের মধ্যেই ডেঙ্গু, মেলেরিয়া, টাইফয়েড, ফ্লু-য়ের মত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ যারা কিছুটা শারীরিকভাবে দুর্বল বা গর্ভবতী মহিলাদের এই ধরণের টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এ ছাড়া মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করা খুবই দরকার৷ বলছেন ডাঃ অজয় গঙ্গোপাধ্যায়, মেডিক্যাল ডিরেক্টর, অ্যাপোলে হেল্থ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড৷ তিনি আরও জানান যে টিকার প্রভাব এক এক জনের শরীরে এক এক রকম হবে৷