• গোটা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । চারিদিকে যন্ত্রণা, মৃত্যু, হাহাকার । একের পর এক হৃদয়বিদারক, যন্ত্রণাময়, বুকফাটা ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমের পাতায় । কিন্তু তারই মধ্যে রয়েছে কিছু আশার কথা, কিছু ভাল খবরও । যেমন, ওড়িশার এই সদ্যোজাত শিশুকন্যার ঘটনাটি ।