1/ 4


করোনা ভাইরাস বা Covid-19 -র দাপটে ভয়ে কুঁকড়ে রয়েছে দেশ৷ আর এর প্রভাব খুব খারাপ ভাবে পড়ছে পোলট্রি ইন্ডাস্ট্রিতে ৷ চিকেন -ডিম সবকিছুর দাম ব্যাপকভাবে পড়ছে ৷ মাথায় হাত সকলের ৷ Photo- File
2/ 4


জ্যান্ত মুরগির প্রোডাকশন কস্ট যেখানে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা সেখানে দেশের বিভিন্ন প্রান্তে এখন ১৫ টাকা থেকে ৩৫ টাকা কেজিতে জ্যান্ত মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন পোলট্রি ফার্ম ৷ Photo- File
3/ 4


এর জেরে এখন প্রতি পাখিতে ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে দাঁড়াচ্ছে ১০০ টাকারও বেশি ৷ আর এবার প্রতিকারের জন্য কেন্দ্রের সহযোগিতা চাইছেন ৷ পুরো সপ্তাহের এই সেক্টরে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা হয়েছে আর করোনাভাইরাস মুরগি থেকে ছড়াচ্ছে এই ফেক নিউজের দৌরাত্ম্য যদগি একইভাবে চলতে থাকে তাহলে মোট ক্ষতির পরিমাণ হবে ৭০০০ কোটি টাকা ৷ Photo- File