• তার ফলাফল দেখে অভিভূত বিশেষজ্ঞরা । প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin প্রয়োগ করা হয়েছিল । আমাদের রাজ্যের দূর্গাপুরের একজন শিক্ষকও ছিলেন এই স্বেচ্ছাসেবকের তালিকায় । ওড়িশার ভুবনেশ্বরের সেন্টার থেকে তাঁকে টিকা দেওয়া হয়। তারপর বাড়িও ফিরে আসেন তিনি । ওই ব্যক্তি সম্পূর্ণরূপে সুস্থ আছে বলে খবর ।