২২ মার্চের পর ১২ মে ৷ ৫২ দিন পর তৃতীয় দফার লকডাউনের মধ্যেই চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। মঙ্গলবার থেকে দিল্লি ও পনেরোটি শহরের মধ্যে ট্রেন চালাবে রেলমন্ত্রক। বুকিং শুরু হওয়ার তিনঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৫৪ হাজার আসন। কিন্তু করোনা আবহে বদলে গিয়েছে ট্রেনযাত্রার সমস্ত নিয়ম ৷ থাকবে না কোনও ওয়েটিং লিস্ট, আরএসি ৷Representative image. (PTI Photo)
করোনার আবহে ২২ মার্চ মাঝরাত থেকে যাত্রীবাহী ট্রেন চালানো বন্ধ করে দেয় রেলমন্ত্রক। এতদিন শুধু মালগাড়ি চলেছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের জন্য, শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়েছে। এবার দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনও চালু করে দিচ্ছে রেলমন্ত্রক। প্রাথমিকভাবে দিল্লি ও ১৫ শহরের মধ্যে চলবে ট্রেন ৷ দিল্লি সহ মুম্বই, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, হাওড়া, তিরুবন্তপুরম, পটনা, জম্মু, ডিব্রুগড়, আগরতলা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বরের মধ্যে চলবে ট্রেন ৷