1/ 4


• কমে গিয়েও ফের নতুন করে করোনার সংক্রমণ বেড়েই চলেছে মহারাষ্ট্রে । নতুন করে এই বৃদ্ধির লাগামছাড়া গ্রাফ দেখে চিন্তার ভাঁজ দেশবাসীর কপালে । দৈনিক সংক্রমণ বেড়ে এখন ১২ হাজার ছুঁয়েছে । বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ।
2/ 4


• দেশের অন্যান্য রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । কিন্তু ভয় দেখাচ্ছে আরব সাগরের তীরের এই রাজ্য । গত সাত দিনে কোভিড সংক্রমণের হার মারাত্মকভাবে বেড়েছে এই রাজ্যে । মুম্বইতে অন্তত ৬টি ওয়ার্ডে সংক্রমণ ৫০ শতাংশেরও বেশি । ১০ হাজার বাড়ি সিল করে দেওয়া হয়েছে ।
3/ 4


• লোকাল ট্রেন থেকেই এই সংক্রমণ বেশিমাত্রায় ছড়াচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা । অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না । মুখে মাস্ক নেই, নিরাপদ দুরত্ববিধি শিঁকেয় উঠেছে । মহারাষ্ট্রে সংক্রমণ এই হারে বাড়তে থাকলে গোটা দেশেই এর প্রভাব পড়বে ।