Coronavirus- সংক্রমণ এখনও অবধি কমার কোনও চিহ্ন দেখা যাচ্ছে না৷ পৃথিবীর নানা প্রান্তে এখনও দাপট দেখাচ্ছে এই অতিমারি৷ একমাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের হারে শীর্ষে রয়েছে ভারত৷ তবে প্রচুর পরিমাণে সংক্রমিত হলেও ভারতীয়দের স্বস্তি দিচ্ছে তাঁদের রিকভারি রেট বা সুস্থতার হার ৷ Photo-Representative
মারণ এই ভাইরাস অত্যন্ত দ্রুত নিজেকে বদল করে৷ এরই জেরে বিভিন্ন সময়ে সংক্রমিত মানুষদের মধ্যে সংক্রমণের আলাদা আলাদা লক্ষণ দেখা যাচ্ছে৷ লন্ডনের কিংস কলেজের গবেষকরা নতুন এই তথ্য সামনে এনেছেন৷ শরীরের বিভিন্ন অংশে ব্যাথা এই রোগের নতুন লক্ষ্মণ ৷ আক্রান্তদের ৮২ শতাংশের মাথা ব্যাথা হচ্ছে অন্যদিকে ৭২ শতাংশ রোগীর মধ্যে গোটা শরীরেই ব্যাথার অনুভূতি প্রবল হচ্ছে৷Photo-Representative
বিভিন্ন বয়সের মানুষের মধ্যে শারীরিক লক্ষণ আলাদা আলাদা হয়েছে৷ ৯ শতাংশ মানুষের শরীরে র্যাশ দেখা দিচ্ছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা আক্রান্ত হলে অনেকের শরীরে একদম শুরুতেই এই লক্ষণ দেখা যেতে পারে৷ আবার অনেকের ক্ষেত্রে শরীরের সংক্রমণ অনেকটা ছড়ালে তারপরেও এইধরণের র্যাশ দেখা দিচ্ছে৷Photo-Representative