ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলা আমেদাবাদে তাদের করোনা ভ্যাকসিন ZyCoV-D তৈরির কাজ চালাচ্ছে৷ আমেদাবাদ শহরের কাছেই সংস্থার প্ল্যান্টে পৌঁছন প্রধানমন্ত্রী৷ জাইডাস ক্যাডিলা ইতিমধ্যেই জানিয়েছে, ভারতে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে অগাস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে তারা৷
ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলা আমেদাবাদে তাদের করোনা ভ্যাকসিন ZyCoV-D তৈরির কাজ চালাচ্ছে৷ আমেদাবাদ শহরের কাছেই সংস্থার প্ল্যান্টে পৌঁছন প্রধানমন্ত্রী৷ জাইডাস ক্যাডিলা ইতিমধ্যেই জানিয়েছে, ভারতে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে অগাস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে তারা৷Photo-ANI
হায়দরাবাদ থেকে সবশেষে পুণের সেরাম ইন্সস্টিটিউটে যাওয়ার কথা নরেন্দ্র মোদির৷ বিকেল সাড়ে চারটে নাগাদ সেখানে পৌঁছবেন প্রধানমন্ত্রী৷ অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা-রল তৈরি ভ্যাকসিন সম্পর্কে বিশদে খোঁজখবর নেবেন তিনি৷ ভারতের বাজারে আসার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনটি৷Photo-Reuters
কয়েকদিন আগে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে অবশ্য তিনি বলেছিলেন, ভ্যাকসিন কবে আসবে তার ঠিক নেই৷ তা সত্ত্বেও ভ্যাকসিন বাজারে এলেই যাতে তা দ্রুত বণ্টন করা যায়, তার প্রস্তুতি সেরে রাখছে কেন্দ্র৷ রাজ্যগুলিকেও পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে৷প্রতীকী ছবি