দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোলে বার বার মাস্ক পরতে বলা হচ্ছে। প্রশাসনের তরফেও একাধিক নির্দেশিকা জারি করা হচ্ছে। কিন্তু জানেন কি- কোন মাস্ক ভাইরাস আটকাতে সক্ষম? কোন মাস্ক বাতাসে ভাসমান কণাগুলিকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়? এন৯৫ না কি কাপড়ের মাস্ক, কোনটা বেশি কাজে দেয়? এ সব নিয়েই সম্প্রতি বিস্তর গবেষণা চালানো হয়েছে। Representational Image
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় মাস্কের এই কার্যকারিতা নিয়ে সমীক্ষা চালিয়েছে। পরে সেই সমীক্ষার তথ্য প্রকাশ করা হয়েছে মেডিক্যাল এক্সপ্রেসে। এই গবেষণায় মূলত সার্জিক্যাল, এন-৯৫ ও বাড়িতে তৈরি কাপড়ের মাস্কের কার্যক্ষমতা বিশ্লেষণ করা হয়েছে। সমীক্ষার পর গবেষকরা দেখেছেন, এন ৯৫ ও সার্জিক্যাল মাস্ক- দুই ক্ষতিকর কণাগুলিকে আটকাতে সক্ষম। শ্বাস-প্রশ্বাস নেওয়া, কথা বলা কিংবা কাশির সময় ড্রপলেট ছড়িয়ে পড়া থেকেও আটকাতে পারে এই দুই মাস্ক। এমনকী, এরোসল বা বাতাসে ভাসমান সূক্ষ্মকণা আটকে দেওয়ার ক্ষেত্রেও সক্ষম এন-৯৫ মাস্ক। পরে তাঁরা কাপড়ের তৈরি মাস্কের উপরও পরীক্ষা চালান। এ ক্ষেত্রে দেখা যায় সূক্ষ্মকণা আটকাতে পারে না এই মাস্ক। এমনকী এই মাস্কের মধ্য দিয়ে অনেক সময় বাতাসে ড্রপলেট ছড়িয়ে পড়ার সম্ভাবনাও প্রবল। Representational Image
এ ছাড়াও একাধিক গবেষণায় বারবার দেখা গেছে, এন-৯৫ মাস্ক প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বায়ুকণা রুখে দিতে পারে। যেখানে কাপড়ের তৈরি মাস্ক একাধিক সূক্ষ্ম কণাকে আটকাতে অসমর্থ। তাই ভিড়ে, বাজারে বাইরে বেরোলে সর্বদা এন-৯৫ মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এতে অনেকটাই কমবে বিপদ । Photo Courtesy: Maskcorona/Instagram
এখনও দেশে করোনার ভ্যাকসিন আসেনি। এই পরিস্থিতিতে সবাই আগাম সতর্কতা অর্থাৎ মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব, হাত-মুখ ধোওয়া- এ সবের উপরই বেশি করে জোর দিচ্ছেন। তাই এখন মাস্কের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। ইতিমধ্যেই আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ভারতের আয়ুষ মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। মাথায় রাখতে হবে, মাস্ক পরা মানে শুধু এরোসল কণা আটকানো নয়, একজন মৃদু উপসর্গ বা উপসর্গহীন আক্রান্তের হাত থেকেও রক্ষা পাওয়া! তাই বাইরে বেরোলে সতর্ক হন। সঠিক মাস্ক ব্যবহার করুন। নিজে সংক্রমণ থেকে বাঁচুন। আর অন্যকে সংক্রমিত হওয়া থেকে বাঁচান। Representational Image