1/ 8


ভারতের করোনা সংক্রমণ অতীতের সমস্ত পরিসংখ্যানকে ছাপিয়ে গেল। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০ জন।
2/ 8


দেশে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৪৫। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮ জন।
5/ 8


তবে বেশির ভাগ করোনা রোগী সুস্থও হচ্ছেন দ্রুত। এখনও পর্যন্ত দেশের ১২লক্ষ ৩০ হাজার করোনা রোগী সুস্থ হয়ে গিয়েছন।
6/ 8


এদিকে অযোধ্যার মেগা ইভেন্টের আগেই ১ লক্ষ ছাড়াল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ুতে করোনা আত্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।