

শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৮,৬৩৫৷ কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে গত আট মাসের মধ্যে যা সর্বনিম্ন৷


গত বছর ২ জুন একদিনে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮১৬১৷ তার পর গত ২৪ ঘণ্টাতেই তা এতটা কমল৷


গোটা পৃথিবীর মধ্যে ভারতেই সবথেকে দ্রুত গতিতে করোনার টিকাকরণের কাজ চলছে৷ রবিবার মন কি বাত- এ এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ৩৯ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন৷


গত বছরের ৩০ জানুয়ারি কেরলে দেশের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল৷ তার পর থেকে গোটা দেশে মোট ১,০৭,৬৬,২৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷


গত এক বছরে ১ কোটির বেশি মানুষ করোনা সংক্রমণকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন৷ মারণ ভাইরাসে প্রাণ কেড়েছে ১,৫৪,৪৮৬ জনের৷


গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৯৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ গত বছরের ১২ মে-র পর যা সবথেকে কম৷ ১২ মে, ২০২০-তে করোনায় আক্রান্ত হয়ে ৮১ জন প্রাণ হারিয়েছিলেন৷