ভারতের পাঁচ জায়গায় হবে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল, করোনার বিরুদ্ধে লড়াইতে মহাগুরুত্বপূর্ণ এই ট্রায়াল
পাঁচটি জায়গা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পুরোপুরি প্রস্তুত৷ এই মহাগুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের সাফল্যের ওপরেই নির্ভর করবে এই কোভিড ১৯ ভ্যাকসিনের ভবিষ্যত৷


ভারতের বিভিন্ন স্থানে প্রস্তুতি চূড়ান্ত এমনটাই জানিয়েছেন DBT-র সচিব রেণু স্বরূপ৷ সোমবার তিনি জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বারা তৈরি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি ভ্যাকসিন Oxford-AstraZeneca -র শেষপর্বের হিউম্যান ট্রায়ালের জন্য প্রস্তুতি চূড়ান্ত৷ ভারতের পাঁচটি জায়গায় হবে এই মহা গুরুত্বপূর্ণ ট্রায়াল পর্ব হবে৷Photo- News 18 Creative


স্বরূপ জানিয়েছেন ভারতীয়দের টিকা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজ হল ভারতে করোনা আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান জানা৷ অক্সফোর্ড (AstraZeneca) এই টিকা ছাড়পত্র পেলেই Serum Institute of India- SII এই ভ্যাকসিন ভারতে তৈরি করবে৷ এই ফাইনাল ফেজের আগে যে ট্রায়ালটি হয়েছে তার সাফল্য খুবই আশাব্যঞ্জক৷ প্রথম ২ টি পর্বের পরীক্ষার ফল এই মাসের শুরুতে জানা গিয়েছে৷Photo- File


স্বরূপ জানিয়েছেন তৃতীয় পর্বের পরীক্ষা -র জন্য ভারতকে বেছে নেওয়া হয়েছে৷ আর্থিক সহায়তা ও প্রশাসনিক অনুমতি সব বিষয়ের জন্য দেশের বিভিন্ন জায়গাকে ইতিমধ্যেই তৈরি করে দেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পাঁচটি উপযুক্ত জায়গা বেছে নেওয়া হয়েছে৷Photo- File


তৃতীয় পর্বে মানুষের শরীরে ভ্যাকসিনের প্রয়োগের জন্য ভারতীয় ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়ে গেছে৷ পুণেতে অবস্থিত সিআইআই নিজেদের টিকার জন্য দ্বিতীয় ও তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল CDSCO-র থেকে৷Photo- File


ডিবিটি সচিব বলেছেন, ‘ডিবিটি প্রত্যেক নির্মাতার সঙ্গে কাজ করছে৷ আর সিরম সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে৷ যদি এই টিকা সফল হয় তাহলে ভারতে করোনা সংক্রমিতের প্রকৃত পরিসংখ্যান পাওয়াটা খুবই জরুরি হতে চলেছে৷Photo- File


পাঁচটি জায়গা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পুরোপুরি প্রস্তুত৷ এই মহাগুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের সাফল্যের ওপরেই নির্ভর করবে এই কোভিড ১৯ ভ্যাকসিনের ভবিষ্যত৷ এর আগে ২০ জুলাই বৈজ্ঞানিকরা ঘোষণা করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা কোভিড ১৯ ভ্যাকসিন প্রাথমিক পর্বে প্রয়োগের পর সাফল্য দেখা গেছে৷ করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফলে এই ভ্যাকসিন যত দ্রুত আসবে ততই সুরক্ষিত হবে মানবজাতির ভবিষ্যত৷Photo- File